নাটোরের গুরুদাসপুর উপজেলায় হারেজ প্রামানিক (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতদল। এসময় নিহতের স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে মাসুদ, সুমন ও মনির নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা সিল্কি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন ।
বৃদ্ধ হারেজ আলী উপজেলার চাপিলা ইউনিয়নের সিল্কি এলাকার বাসিন্দা।
ওসি উজ্জল হোসেন বলেন, ছেলে প্রবাসে থাকায় বাড়িতে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে বসবাস করতেন হারেজ। এ সুযোগে মঙ্গলবার ভোর ৫টার দিকে তার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের বাধা দিতে গেলে হারেজসহ তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাতদল। তাদের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের আটক করে ধরে রাখেন। এতে ঘটনাস্থলে হারেজের মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh