কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দুই ভাইকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আক্তার জাবেদ এ আদেশ দেন।
কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম জিলানী জানান, এদিন দুই আসামিকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার আসামিদের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ সেলিম রেজার ছেলে তাহসিন মোহাম্মদ রেজা (২৫) ও তামিম মোহাম্মদ রেজা (২২)।
পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর রাত ১টায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হন ডা. সজীব কাজী। হামলার শিকার সজীব হাসপাতালের মেডিকেল অফিসার ও সিসিইউতে কর্মরত ছিলেন।
হামলার পরদিন ভুক্তভোগী চিকিৎসক বাদী হয়ে মামলা করেন। মামলা এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার চিকিৎসকের উপর হামলা রিমান্ড
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh