সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
এর আগে, গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) পৌর শহরের কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খটশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই জেলার হরিপুর থানার মহেন্দ্রগাও গ্রামের এস্তাব আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫) ও দিনাজপুরের খানসামা থানার ভেরভেড়ী গ্রামের মোখসেদ আলীর ছেলে মো. শাহানুর ইসলাম (২৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল কেনাবেচা করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সিরাজগঞ্জ মাদক কারবারি আটক মাদক
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh