পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
সকালে রান্নাঘরে গ্যাসের চুলার পাশে ইলেকট্রিক জগে ডিম সিদ্ধ করতে গিয়ে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে পুরো বাড়ি। আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
গতকাল বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া গ্রামে আফজাল হোসেনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে রান্নার কাজ করছিলেন মুন্নী। রান্নাঘরে গ্যাসের চুলার পাশে ইলেকট্রিক জগে ডিম সেদ্ধ বসিয়ে দেন। সেই ইলেকট্রিক জগ থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মনির হোসেন জানান, সকালে আমার কর্মস্থল বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটে কর্মরত ছিলাম। বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে চলে আসি। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টাকরি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঈশ্বরদী ইউনিট ঘটনাস্থলে পৌছালে ততক্ষণে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
মনির আরও বলেন, আলমারিতে স্ত্রীর ব্যবহৃত ৫ ভরি স্বর্ণের গহনা এবং নগদ ৪৫ হাজার টাকাও পুড়ে ছাই হয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে মনির বলেন, ইলেকট্রিক জগ থেকে সূত্রপাত হওয়া আগুন পাশের গ্যাস সিলিন্ডারে লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িতে। গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারণেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মনিরের ভাই শাহীন বলেন, আমাদের ৫টি বেড রূম, রূমের আসবাবপত্র, ২টি রান্না ঘর, ২টি ফ্রিজ, একটি গোয়ালঘরসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে ছাই হয়েছে। এসময় আগুনে প্রতিবেশী নুরুর রান্না ঘরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, সকাল ৮টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৮ টা ৪৬ মিনিটে পৌঁছাই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ৬টি ঘরের সবকিছু পুড়ে শেষ। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পাবনা ঈশ্বরদী ফায়ার সার্ভিস ভয়াবহ অগ্নিকাণ্ড
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh