পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
পটুয়াখালীতে নির্বাচনি সহিংসতায় খুনের ঘটনায় একই বংশের ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল কবির এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। র্দীঘ ১৩ বছরের মাথায় মামলাটির রায় ঘোষণা করা হয়।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন সোহরাব সিকদার (৫০), আ. রহমান সিকদার (৩০), আমিরুল সিকদার (২০), মুছা সিকদার (২৫), রাসেল সিকদার (১৮), আবুক্কর সিকদার (২০), মো. ছত্তার সিকদার (৫৫), জাকির সিকদার (৩০), হানিফ সিকদার (১৮), সেলিম সিকদার (৩৭), জালাল সিকদার (৩০), জাকির সিকদার (৩০), মামুন সিকদার (৩০), ইউছুব সিকদার (৪২), সানু সিকদার (৪০) ও সামসু মৃধা (৫৫)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটে অন্তর্ভুক্ত সহিদুল ইসলামকে (৩২) খালাস দেন আদালত। দণ্ডিতরা পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর-রশীদ এ সব তথ্য নিশ্চিত করেন।
২০১১ সালের ৪ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনি সহিংসতায় খুন হন মামলার বাদী নূর মোহাম্মদের ছেলে সহিদুল ইসলাম মৃধা।
এ ঘটনায় নিহতের বাবা নূর মোহাম্মদ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়।
ওই বছরের ৬ আগস্ট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। থানা পুলিশের তদন্তে এজাহারভুক্ত সাগর (২৫), নাঈমুল হক টুকু (৩২) ও সোহেল হাওলাদারকে (২৪) অব্যাহতি দেয়া হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh