থমথমে রাঙ্গামাটি, ১৪৪ ধারা জারি

পাহাড়ি-বাঙালিদের দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাঙ্গামাটি শহরের প্রধান প্রাণকেন্দ্র বনরূপা বাজার এলাকা। এছাড়াও জেলা শহরের হ্যাপির মোড়, বিজন সরণি এলাকাতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলা শহরজুড়ে থেমে থেমে সংঘর্ষ চলছিল। সংঘর্ষের ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি দেখা দিয়েছে।

শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ আছে। এছাড়া দোকানপাট ভাঙচুর ও কয়েকটি স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

স্থানীয়রা বলছেন, খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে গতকাল বৃহস্পতিবার বিকেলে দোকানপাটে আগুন ও সংঘর্ষের প্রতিবাদে রাঙ্গামাটি শহরে শুক্রবার সকালে মিছিল বের করে পাহাড়ি শিক্ষার্থীরা। পরে মিছিল থেকে ইটপাটকেল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে পাহাড়ি-বাঙালিদের মধ্যে।

সংঘর্ষে দুইপক্ষের অন্তত অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ থামলেও লাঠিসোঁটা হাতে রাস্তায় দুইপক্ষের লোকজনকে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রাঙ্গামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, শহরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এখনো সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে জানা যাবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh