Logo
×

Follow Us

জেলার খবর

মহেশপুর সীমান্তে তিন রোহিঙ্গাসহ ১০ জন গ্রেপ্তার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৬

মহেশপুর সীমান্তে তিন রোহিঙ্গাসহ ১০ জন গ্রেপ্তার

মহেশপুর সীমান্তে তিন রোহিঙ্গাসহ ১০ জন গ্রেপ্তার। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে তিন রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এসময় উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তিনজন রোহিঙ্গা (১ জন নারী ও ২ জন পুরুষ) এবং দালালের সহযোগীসহ মোট ১০ জনকে আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫