বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে ৪৭ দিন পর গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন নয়ন মিয়া।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ গ্রাম দক্ষিণ গোবধায় তৃতীয় জানাজা শেষে নিহতের মরদেহ দাফন করা হয়েছে।
নয়ন রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন এবং যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের লোকমান হোসেনের ছেলে। গত ৪ আগস্ট রাজধানীর কাঁঠালবাগান এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নয়নের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেলে কেন্দ্রিয় শহীদ মিনারে প্রথম জানাজা ও পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh