২ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৪
স্বর্ণ পাচারকারি কদম আলী। ছবি: বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় বেনাপোলের কাঁচাবাজার এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ কদম আলী (৩৫) নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি) সদস্যরা। পরে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক কদম আলী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারি বেনাপোল কাঁচাবাজার এলাকায় অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে এক পাচারকারিকে হাতেনাতে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দ করা স্বর্ণের ওজন ২ কেজি ৩০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।