পিরোজপুরে অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৯

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ শিকদার। ছবি: পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ শিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সোহাগ একাধিক মামলার আসামি ছিলেন।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ শিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।