ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ পিএম
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
ময়মনসিংহ থেকে নেত্রকোণার জারিয়াগামী জারিয়া লোকাল ট্রেনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মুঠোফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় ময়মনসিংহ রেলওয়ে থানায় সংবাদ সম্মেলনে রেলওয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এ সব তথ্য জানান।
এর আগে, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে থানা পুলিশ ও রেলওয়ে গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে চার তরুণকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. রাশেদ (২২), মো. আকাশ মিয়া (২৫), মো. ইমন (২২) ও মো. হৃদয় (২০)। এর মধ্যে রাশেদ নগরের বলাশপুর আবাসন এলাকা, আকাশ ভাটিকাশার এলাকা, ইমন চরকালিবাড়ি এলাকা এবং হৃদয় মুক্তিযোদ্ধা আসান এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় চাকু, ক্ষুর, স্টেপ গিয়ার চাকু ও ফোল্ডিং চাকু জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়ার পর চার তরুণকে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে লুণ্ঠিত ও বিক্রয় করা তিনটি মুঠোফোন ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানায়, গত ১৮ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে জারিয়া ট্রেনটি ছাড়ার সময় ট্রেনটিতে ওঠেন তারা। কাপড় দিয়ে মুড়িয়ে দেশীয় অস্ত্রগুলো নিজেদের সঙ্গে রাখেন। ট্রেনটি ছেড়ে গেলে পাঁচ মিনিটের মধ্যেই নিজেদের কাছে থাকা অস্ত্র নিয়ে পুরো ট্রেনের যাত্রীদের জিম্মি করেন। মুঠোফোন ও অন্যান্য মালামাল নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। ডাকাতির ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া মাকসুদুল হক (রিশাদ) এ ঘটনায় জড়িত রয়েছে বলে তথ্য দেয় গ্রেপ্তার হওয়া চারজন।
রিশাদ ২০২১ সালে ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিন বছর জেলে থাকার পর দুই মাস আগে জামিনে আসেন জানিয়ে রেলওয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, তিনি বের হওয়ার পর সংঘবদ্ধ হয়ে ডাকাতির ঘটনা ঘটায়। জারিয়া লোকাল ট্রেনে ডাকাতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ট্রেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh