Logo
×

Follow Us

জেলার খবর

জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১৯:৪০

জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম বন্দরে জাহাজে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রামে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজের ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম, ডেক ক্যাজুয়াল সদস্য হারুন মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন উপদেষ্টা। একই সঙ্গে শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫