
আওয়ামী লীগের চার নেতা। ছবি: সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় উপজেলা আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২ অক্টোবর) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আউয়াল, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার সাহা।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, বাদী আনিসুর রহমানের ২০১৮ সালের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আসামিদের। মামলায় হত্যা চেষ্টাসহ চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।