Logo
×

Follow Us

জেলার খবর

কুষ্টিয়ায় ২২৬ মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ২০:৩২

কুষ্টিয়ায় ২২৬ মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন

পূজা মণ্ডপ। ছবি: কুষ্টিয়া প্রতিনিধি

আগামীকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বোধন পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। কুষ্টিয়ায় এবার ২২৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। 

এরমধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৭২টি, খোকসা উপজেলায় ৫৯টি, কুমারখালী উপজেলায় ৫৪টি, মিরপুর উপজেলায় ২৬টি, ভেড়ামারা উপজেলায় ৮টি ও দৌলতপুর উপজেলায় ৭টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। 

কুষ্টিয়া শহরের গোপীনাথ জিউর মন্দির, সদরপুর সার্বজনীন পূজা মন্দির ও শহরতলীর বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে দেখা গেছে, ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। শুধুমাত্র রং তুলির কাজ বাকি রয়েছে। 

আগামীকাল ৮ অক্টোবর বোধন পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী, ১২ অক্টোবর মহানবমী, ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে। 

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে। 

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পূজা মণ্ডপে র‌্যাব, পুলিশ ছাড়া আনসার মোতায়েন করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫