Logo
×

Follow Us

জেলার খবর

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ ৩ যুবক আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ২০:২১

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ ৩ যুবক আটক

আটককৃত তিন যুবক। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে আটক করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ২টার দিকে মহেশখালীর ঝাপুয়া বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আজগর আলী (৪২), মো. রিদুয়ান (৩৯) ও রাকিবুল হাসান রুবেল (৩৫)।

আজ বুধবার (৯ অক্টোবর) কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল রাত ২টার দিকে মহেশখালীর ঝাপুয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি একনলা বন্দুক, ছয়টি কার্তুজ, তিনটি রামদা এবং দুটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আটকদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫