প্রতিবছরের মত গতকাল শনিবার (১২ অক্টোবর) বিকাল থেকে রাতব্যাপি মাদারীপুরে ইলিশ মাছের মহাউৎসব বসে। একরাতেই ইলিশ মাছের মেলার মহাউৎসবে প্রায় দুই কোটি টাকার ইলিশ মাছ কেনাবেচা হয়েছে।
জেলা শহরের পুরানবাজার মাছের বাজার, ইটেরপুল মাছ বাজার, মস্তফাপুর মৎস্য আড়ৎ এর সামনে ও মস্তফাপুর মহাসড়কের পাশে, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ইলিশ বেচার মহাউৎসব চলে ভোর রাত পর্যন্ত। নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের ক্রেতা—বিক্রেতাদের পদচারণায় এসব মাছের বাজারে ইলিশ কেনার ধুম পড়েছিল। একরাতের ইলিশের মেলায় মুখরিত হয়ে উঠে পুরো মাদারীপুর।
১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সারাদেশের মতো মাদারীপুরেও ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়—বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। যদি কেউ এই আইন অমান্য করে তাহলে জেল—জরিমানা হতে পারে।
সরকারি নির্দেশনার জন্য যারা ইলিশ মাছপ্রেমী তারাতো মাছ না খেয়ে বসে থাকবে না, তাই জেলার মাছ বিক্রেতরারা প্রতি বছরের ন্যায় এ বছরও সারারাত মাছ বিক্রি করার জন্য মেলার আয়োজন করেছে। ইলিশ মাছের মেলায় ক্রেতারাও বেশ সাড়া দিয়েছে।
শনিবার বিকেল থেকেই মাদারীপুর পৌর শহরের পুরানবাজার মাছের বাজারে ইলিশ মাছ নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ক্রেতারাও আসতে শুরু করে ছোট—বড় সাইজের ইলিশ কিনতে। পুরুষের পাশাপাশি নারীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। রাত গভীর হলে পুরো মাছের আড়তে যেন তিল ধরনের ঠাঁই ছিল না। মাছ আর মানুষের মিলন মেলায় পুরো মাছ মেলায় পরিণত হয়। তাই তো স্থানীয়রা একে ইলিশের মেলা আখ্যায়িত করেছেন। তবে গত বছরের তুলনায় এবছর ইলিশের দাম বেশি হয়েছে বলে ক্রেতারা দাবি করেন।
শুধু ইলিশ মাছের মেলা নয়, সারা বছর যাতে বাজারে ইলিশ মাছের সরবারাহ থাকে সে জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। মাছের উৎপাদ বৃদ্ধির পাশাপাশি সরবরাহ বৃদ্ধি করতে হবে এবং ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করতে হবে। যাতে করে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারে এমনটাই প্রত্যাশা মাদারীপুরবাসীর।
রহমত নামে একজন বলেন, ইলিশ মাছের মেলার কথা শুনে আসলাম। এসে দেখি অনেক মাছ উঠেছে মেলায়। হাজার হাজার মানুষ ক্রেতারা আসছে মাছ ক্রয় করতে। কিন্তু মাছের অনেক দাম বেশি। আরও কম দাম হলে ভালো হতো।
রায়হান নামে আরও একজন বলেন, শুধু ইলিশ মাছের মেলা নয়, সারা বছর যাতে বাজারে ইলিশ মাছের সরবারাহ থাকে সে জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।
ফারজানা নামে এক নারী জানান, ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করতে হবে। যাতে করে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারে।
মাছ বিক্রেতা মহাসিন বলেন, সন্ধ্যা থেকে ইলিশ মেলায় শুরু হয়েছে চলছে ভোর রাত পর্যন্ত। সারারাতই এ মেলায় ইলিশ বিক্রি করেছি। অন্যান্য দিনের তুলনায় কেজি প্রতি দুইশ থেকে তিনশ টাকা পর্যন্ত মেলায় মাছের দাম কম। আমরা আনন্দ নিয়েই মাছ বিক্রি করছি।
মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ এর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাইকিং, বিভিন্ন বাজার মনিটারিংয়ের ব্যবস্থাসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এ কর্মসূচি সফল করবো।
১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সারাদেশের মতো মাদারীপুরেও ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়—বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh