টানা ৫ দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

পাঁচ দিন বন্ধ থাকার পর আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বন্দর এলাকায়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত বুধবার (৯ অক্টোবর) থেকে গতকাল রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখেন ভারতীয় ব্যবসায়ীরা।

সোমবার সকালে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তারিকারক সমিতির সভাপতি মহসিন মিলন আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বুধবার থেকে রবিবার পর্যন্ত পাঁচদিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকেই পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুর হয়েছে। ভারতের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তবে টানা পাঁচ দিন বন্ধ থাকার কারণে পেট্রাপোল বন্দর এলাকায় হাজার হাজার পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এতে করে বেনাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল আগের মতোই স্বাভাবিক।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh