Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরের ৪ কলেজে কেউ পাস করেনি

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১৬:৩১

নাটোরের ৪ কলেজে কেউ পাস করেনি

নাটোর জেলার মানচিত্র। ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে নাটোরের ৪টি কলেজের কেউ পাস করেনি। এ বছর নাটোর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

পাস না করা কলেজগুলো হলো- নাটোর সদরের বেগম খালেদা জিয়া কলেজ, গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, নলডাঙ্গা উপজেলার সরকোতিয়া স্কুল এন্ড কলেজ এবং বাগাতিপাড়া উপজেলার তমালতলা উইমেন্স কলেজ‌।

বেগম খালেদা জিয়া কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী, দুর্গাপুর স্কুল এন্ড কলেজ থেকে ৬ জন শিক্ষার্থী, সরকোতিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২ জন শিক্ষার্থী, তমালতলা উইমেন্স কলেজ থেকে ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রওশন আলী বলেন, নাটোর থেকে এ বছর মোট ১১ হাজার ৪৬৭ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে পাস করেছে ৮ হাজার ৯৯২ জন। চারটি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাস করতে পারেনি। এ প্রতিষ্ঠানগুলোতে কেন পাস করল না সে বিষয়ে তদন্ত করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫