পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

দেশের শৃঙ্খলা, সঠিক ইসলামী শাসন, দুর্নীতি প্রতিরোধ, ধনী-গরীব ভেদাভেদ বাতিল করে পেয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। 

আজ বুধবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের পায়রা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার উপর গণহত্যায় জড়িতদের বিচার, হতাহতদের ক্ষতি পূরণ, দুর্নীতিবাজদের বিচার ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি করেন তিনি।  

তিনি আরো বলেন, দেশের অর্থ পাচারকারীদের বিচার করে বিদেশে পাঠানো তাদের সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে আনা ও সংখানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করাতেই হবে। তাছাড়া কোনভাবেই রাষ্ট্র মেরামত সম্ভব না। ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকা পাচার করে। মাত্র ২৫ পরিবারের কাছে এতো পরিমাণ টাকা যে সারা বাংলাদেশের মানুষের কাছেও সেই পরিমাণ টাকা নেই। জাল-জালিয়াতি ও দুর্নীতি করে যে টাকা আত্মসাত করা হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা বাংলাদেশের সব মানুষের মাথার উপর এখন দেড় লাখ টাকার ঋণ চেপে বসেছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। ভালো মানুষ সংসদে গেলে দেশের মানুষের উপকার ছাড়া ক্ষতি নেই। সংসদকে অকার্যকর করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার।

৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামের বাংলা দেখতে চেয়ে মন্তব্য করে তিনি বলেন, এ দেশের যে রাজনীতির চর্চা আর নেতাদের যে চরিত্র, তাতে করে শুধু ক্ষমতার বদল হবে, দুঃশাসন বন্ধ হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল, ঝিনাইদহ জেলার সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh