বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে শরীয়তপুরে বিভিন্ন স্থানে বিদ্যুতের ব্লাক আউট কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল থেকে ৬টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আরইবি-পল্লী বিদ্যুৎ একীভূতকরণ এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে আন্দোলন শুরু হয়। এতে জড়িত থাকায় ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুত ও ১০ কর্মকর্তার নামে মামলা দেয়ার অভিযোগে বিকাল ৩ টা থেকে শরীয়তপুরে পল্লী বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়া হয়।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সেলিম হাসান ও জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমাদের কর্মকর্তাদের চাকুরি পুর্নবহাল ও ১০ কর্মকর্তার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ সকল যৌক্তিক দাবি না মানলে সারাদেশে ব্লাক আউট ও ঢাকামূখী লং মার্চ সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ঘটনায় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও পল্লী বিদ্যুৎ সমিতির ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ সরবরাহ বিকাল সাড়ে ৫ টায় চালু করা হয়।
বৈঠকে শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সেনাবাহিনীর শরীয়তপুরের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জুবায়েব, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আলতাপ হোসেন, নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার ঘোষসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন বলেন,পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের পর তারা জনগণের ভোগান্তির কথা চিন্তা করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh