নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত তিনদিনে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৪৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৪৫৫টি অভিযান চালানো হয়েছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৭২টি মামলা করা হয়েছে।
আগের দুই দিনের অভিযানে ২ হাজার ৫৭০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ২ কোটি ৬১ লাখ ৮০ হাজার ৬০০ টাকা মূল্যের ১১ লাখ ৪০ হাজার ৬০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৩৯ হাজার ৫০০ টাকা আয় হয়েছে।
মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬ জেলায় ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh