টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় সাঁতার কাটার সময় পানিতে ডুবে আলী হোসেন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
লাশ উদ্ধার করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘন্টাখানেক চেষ্টা করে লাশ উদ্ধার করে। এসময় পুলিশ ও স্থানীয় বাসিন্দাগণ সহযোগিতা করেন।
এর পূর্বে শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় তিনি নিখোঁজ হন। নিখোঁজ পর্যটক জনতা ব্যাংক প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের মত আজ বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা একটি হাউসবোট দিয়ে ৩৪ জন টাংগুয়ার হাওরে ঘুরতে আসেন। দুপুরের দিকে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন আলী হোসেন। তিনি সাঁতারের এক পর্যায়ে পানিতে ডুবে যান। এরপর থেকে তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনা স্থলে এসে স্থানীয় এলাকাবাসীর সহায়তা উদ্ধার কার্যক্রম চালায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তিনি আরও জানান, নিহত আলী হোসেন (৪০) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সরাফ রাজ মিয়ার ছেলে। তবে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। আর নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানোর প্রস্তুতি চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : টাঙ্গুয়ার হাওর হাওরের ওয়াচ টাওয়ার ব্যাংক কর্মকর্তার মৃত্যু পানিতে ডুবে মৃত্যু টাঙ্গুয়ার হাওর
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh