চেয়ার আঁকড়ে থাকার জন্য আসিনি, নির্বাচন দিয়ে চলে যাব: ধর্ম উপদেষ্টা

চেয়ার আঁকড়ে থাকার জন্য আমরা আসিনি। যত দ্রুত সম্ভব দেশ সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। আজ শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন একথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর এক কঠিন পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছি। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য ও বিভিন্ন সংস্কার বিষয়ে সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সফল হব-ইনশাআল্লাহ।

কোন সমস্যা ছাড়া সম্প্রতি দুর্গাপুজা উদযাপন সরকারের অনেক বড় সফলতা বলে উল্লেখ করে তিনি বলেন, তার পরেও ফ্যাসিবাদের দোসররা দেশের বাইরে বসে বিরূপ প্রচারণা চালাচ্ছে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনায় কোন সমস্যা নেই।

তিনি কক্সবাজারের যে কোন সমস্যা নিয়ে সাধ্যমত সহযোগিতা দিয়ে যাবেন বিশেষ করে কক্সবাজার প্রেসক্লাবের তাঁর সহযোগিতা ও সমর্থন থাকবে বলে জানান।

ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রতি সাংবাদিকদের সমর্থম কামনা করেন।

শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক সচিব আব্দুল হামিদ, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক নেতা জিএএম আশেকুল্লাহ, শিক্ষাবিদ শফিকুল হক, শামসুল হক শারেক, আবুছিদ্দিক ওসমানী ও আনছার হোসেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh