বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ডাকাতির সরঞ্জাম রশি, হাসুয়া, বাঁশের লাঠি, ছোট-বড় ধারালো হ্যাঁকসো ব্লেড ও করাত জব্দ করা হয়।

আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের মৃত ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯), বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌহমুহনি বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন ইসলাম (২৫) ও বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুর আলম (২৪)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার কুন্দগ্রাম ইউপির চেচুয়া গ্রামের বানিয়া পুকুর নামক স্থানে কুদগ্রাম-চৌহমুহনি পাকা রাস্তায় বেশ কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন জন ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ডাকাতির সরঞ্জাম একটি রশি, দুইটি হাসুয়া, তিনটি বাঁশের লাঠি, সাতটি ছোট-বড় ধারালো হ্যাঁকসো ব্লেড ও একটি করাত এবং ব্যাগ জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh