ভুয়া মামলার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশের সতর্ক বিজ্ঞপ্তি

ভুয়া মামলার নামের তালিকা দেখিয়ে ভয়ভীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ একটি সতর্ক বিজ্ঞপ্তি দিয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশের সতর্ক বিজ্ঞপ্তি থানার ফেসবুক আইডি ছাড়াও গণমাধ্যম কর্মীদের কাছে দেওয়া হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি কতিপয় ব্যক্তি কম্পিউটার টাইপের মাধ্যমে ২০০/৩০০ বা তার অধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলার অভিযোগ/এজাহার লেখে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ভয়ভীতি দেখাচ্ছেন। মামলায় তাদের নাম ঢুকিয়ে দেওয়া ও মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকা আদায়সহ জনমনে আতঙ্ক ছড়াচ্ছেন। এমন এজাহার বা অভিযোগ দেখে কেউ আতঙ্কিত হয়ে বা ভয়ে কোন প্রকার টাকা লেনদেন করবেন না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতারক চক্র বিভিন্ন সময় এজাহারে ভিন্ন ভিন্ন নাম লেখে মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এমন কোনো এজাহার বা অভিযোগ দেখলে আতঙ্কিত না হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। থানায় কোন মামলা হলে প্রতি পাতায় পাতায় স্বাক্ষর এবং সিল থাকে। স্বাক্ষর ও সিল ব্যতীত এজাহার গ্রহণযোগ্য হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া এজাহার প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh