১৮ বছর পর হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

পঞ্চগড়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন শাহীন আলম আশিক নামে এক ব্যক্তি।

গত শুক্রবার (১ নভেম্বর) পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন তিনি। মামলার বাদী সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালের ছেলে।

শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও আব্দুল হান্নান শেখ, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। 

মামলায় উল্লেখ করা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার আহ্বানে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চগড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সেদিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে হাফিজাবাদ ইউনিয়ন থেকে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর জালাসী এলাকায় হামলা করেন তারা। এতে আহত হন মামলার বাদীর বাবা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালসহ কয়েকজন। 

মামলার বাদী শাহীন আলম আশিক বলেন, ১৮ বছর আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েও ন্যায়বিচার পাইনি। পাব কীভাবে, কথা বলারই তো স্বাধীনতা ছিল না। ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট স্বৈরাচারমুক্ত হয়েছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশাবাদী আমাদের ওপর হামলার সুবিচার পাব।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh