Logo
×

Follow Us

জেলার খবর

রামুতে পাঁচ কোটি টাকার আইসসহ যুবক গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১৯:২৪

রামুতে পাঁচ কোটি টাকার আইসসহ যুবক গ্রেপ্তার

সাইফুল ইসলাম। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ সাইফুল ইসলাম (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ রবিবার (৩ নভেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা তল্লাশি চৌকিতে কক্সবাজারগামী একটি ইজিবাইক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার ধোয়াপালং গ্রামের সিরাজুল হকের ছেলে।  

এসব তথ্য নিশ্চিত করেছেন রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান।

বিজিবি সূত্রে জানায়, গতকাল সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা চৌকিতে তল্লাশি চালানো হয়। এসময় উখিয়া থেকে কক্সবাজারগামী ইজিবাইকের যাত্রী সাইফুল ইসলামকে তল্লাশি করে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার মূল্য পাঁচ কোটি টাকার বেশি। সাইফুলকে ক্রিস্টাল মেথ আইসসহ রামু থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫