
আটককৃতরা। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ৪৭ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (৩ নভেম্বর) ভোর সোয়া ৪টার সময় শহরের রেলবাজারের মাছের আড়তের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমুরদিয়া গ্রামের শহিদুল আলীর ছেলে শিমুল আলী (২৩) ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোজাহিদ জোয়ার্দ্দার (২৪)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, ওই দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।