আ.লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় সমন্বয়ককে কুপিয়ে জখম

হাইমচরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় আহসান হাবিব (২৭) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে হাইমচর সরকারি কলেজের সামনে বিএনপির একাংশের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে আহত আহসান হাবিবকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মিরাজ নামের একজনকে আটক করেছে পুলিশ।

আহত আহসান হাবিব জানান, ‘গত ৪ আগস্ট হাইমচর উপজেলায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় গত ১৭ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নামে আমি মামলা করেন। সেই মামলা তুলে নিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল মাস্টার তাকে বারবার হুমকি দিচ্ছিলেন। সেই জের ধরে জলিল মাস্টারের কর্মীরা তার ওপর হামলা চালায়।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সর্দার আব্দুল জলিল মাস্টার।

তিনি বলেন, ‘আহসান হাবিবের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি কেন তাকে আওয়ামী লীগের মামলা তুলে নিতে বলবো। আমি আওয়ামী লীগের সময় তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বিএনপি করায় নির্যাতিত হয়েছি এবং জেল খেটেছি। সে যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে সেটা সত্য নয়।’

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন জানান, এ ঘটনায় মিরাজ নামের একজনকে আটক করা হয়েছে। আরো যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh