গাজীপুরের মাধবপুর উত্তর পাড়া এলাকায় একটি ফ্লাটের চারতলা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ২টার সময় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. রাসেল হোসেন (২৩) ও ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)।
তারা উভয়ে কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিমের বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন।
আটককৃতরা হলেন- মাহবুব, শান্ত, জাহিদ ও ওই বাসার কেয়ারটেকার বকুল।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা উভয়ে স্থানীয় রেজাউল করিমের বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন। মঙ্গলবার ওই কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে ফোন করে বলেন রাসেল ও সুফিয়ান সারাদিন কারখানায় আসেনি। তখন কেয়ারটেকার বকুল রাত ১১টার দিকে বাসায় গিয়ে দেখেন চারতলায় রুমের ভিতর তাদের গলাকাটা মরদেহ পরে আছে। পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh