নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় আব্দুস সামাদ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সামাদ বনপাড়া পৌর এলাকার হোসেন ফকিরের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার (ওসি) ইসমাইল হোসেন জানান, আব্দুস সামাদ তার ভ্যানযোগে আহমেদপুর খেজুরতলা থেকে একজন যাত্রী নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক সামাদ বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন ভ্যান যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সামাদের মরদেহ উদ্ধার করে। সেই সাথে আহত যাত্রীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh