মানিকগঞ্জে লুণ্ঠিত ৩১ লাখ টাকার সিগারেটসহ ডাকাত গ্রেপ্তার

মানিকগঞ্জে আমেরিকান টোবাকো কোম্পানির ওয়ার হাউজ থেকে ডাকাতি হওয়া ৩১ লাখ টাকার সিগারেটসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ আলী (৪২) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আউটবাগ গ্রামের মৃত আছমত আলীর ছেলে। 

আজ বুধবার (৬ নভেম্বর) জেলা পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ সুপার জানান, গত ২৯ অক্টোবর শিবালয় থানার বরংগাইল এলাকার রুমি ফিলিং স্টেশনের পূর্বপাশে আমেরিকান টোবাকো কোম্পানির ডিস্ট্রিবিউটর অফিসে ডাকাতির ঘটনা ঘটে। দশ থেকে বারো জনের ডাকাত দল কোম্পানির সিকিউরিটি গার্ডদের সিঁড়ির নিচে বেঁধে রাখে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা বড় কাটার মেশিন দিয়ে অফিসের জানালার গ্রিল কেটে অফিসের ভিতরে প্রবেশ করে। তারা ভেতরে অবস্থানরত কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে গোডাউনের তালা ভেঙে ফেলে। এরপর সেখানে থাকা ব্যানসন, গোল্ডলিপ, লাকিষ্ট্রাইক, ষ্টার, রয়েলস্, ডার্বিসহ বিভিন্ন ব্রান্ডের ৬৬ লাখ ৯৫ হাজার ৯৬৩ টাকার মোট ৮৯ কেস সিগারেটসহ বিভিন্ন দেশী ও বিদেশী ব্রান্ডের ৫টি মোবাইল লুণ্ঠন করে নিয়ে যায়। 

এ ঘটনায় আমেরিকান টোবাকোর পক্ষ থেকে শিবালয় থানায় এজাহার দায়ের করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহযোগিতায় ও বিশ্বস্ত সোর্স নিয়োগ করে মোহাম্মদ আলীকে গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার সময় সিএমপির ডাবলমুরিং থানার মৌলভী পাড়া থেকে গ্রেপ্তার করে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারই ভাই মো. মামুনের (৪০) বাড়ির গোডাউন থেকে ৩০ লাখ ৫০ হাজার ৬৯৩ টাকা মূল্যের লুণ্ঠিত বিভিন্ন ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

মামলার বাকি আসামিদের গ্রেপ্তারসহ তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলেও সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh