পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:১১ পিএম
আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কের আজমপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসান। তিনি বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স ১ম বর্ষের পরীক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এসময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায় দুই মোটরসাইকেল। ধাক্কা খাওয়ার পর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহত অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
এ ছাড়া দুর্ঘটনায় আহত হন দুইজন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পাবনা ঈশ্বরদী সড়ক দুর্ঘটনা নিহত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh