কক্সবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী আটক

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টেরে ঝাউবাগানে বসে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত দেড়টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে এই ছয় ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি ছুরি উদ্ধার জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন, ঝিলংজা নতুন জেল গেইট এলাকার মৃত আব্দুল সেলিম প্রকাশ আব্দুস সালামের ছেলে মো. আইয়ুব (৩৪) কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ড বাদশাঘোনার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে হৃদয় নিশান প্রকাশ মানিক (২০), ঝিলংজা নতুন জেল গেইট এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে মো. তোফাজ্জল হোসেন প্রকাশ নয়ন (২৪), রামু উপজেলার কাউয়াখোপের লট উখিয়ারঘোনার এলাকার মমতাজ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (১৮), কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড পাহাড়তলী এলাকার মৃত মো. আলী জোহরের ছেলে মাহমুদ ইমাম শরীফ (১৮), এবং ঝিলংজা ইউনিয়নের পানেরছড়া চাইল্যাতলী এলাকার নূরুল হকের ছেলে শফিউল করিম (২৮)।

মো. কামরুজ্জামান জানান, আটক ছয়জনই পেশাদার ছিনতাইকারী। তারা অস্ত্রের মুখে জিম্মি করে পর্যটকদের সর্বস্ব ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়ার জন্য তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh