আন্দোলনে ভূমিকা রাখা ছাত্রই এখন ছাত্র হত্যা মামলার আসামি

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা অনিকের বিরুদ্ধে ঢাকার আমলী আদালতে নাজমুল হত্যা মামলায় ১৩৪ নম্বর আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুরের ছাত্র-জনতা।

আজ শনিবার (৯ নভেম্বর) সকালে মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান ভবনের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলন ছাত্ররা বলেন,  আমাদের বিপ্লবী ছাত্র-জনতাকে নিয়ে একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল নানাভাবে আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে এবং হয়রানি করার অপচেষ্টা করছে। তারই অংশ হিসেবে কিছুদিন আগে ঢাকা আমলী আদালতে শহীদ নাজমুল হত্যা মামলায় ১৩৪ নম্বর আসামি হয়েছে জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেয়া এবং উক্ত আন্দোলনে অগ্রজ ভূমিকা পালনকারী আমাদের সহযোদ্ধা অনিককে। এ ঘটনায় মিথ্যা হত্যা মামলার অভিযোগ দায়ের করার বিষয়টি অনিকের পরিবার, সমাজ এবং আমাদের সকল সহযোদ্ধাদের জন্য গভীর চিন্তার এবং উদ্বেগের। আমরা এ ঘটনার তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাই।

ছাত্ররা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেসব লোক জুলাই বিপ্লবের ২৪ এর যোদ্ধাদের হুমকি হামলা এবং মামলা করে হয়রানি করার অপতৎপরতা চালাচ্ছে তাদের প্রত্যেকের পরিচয় জনসাধারণের সামনে প্রকাশ করে অতিসত্বর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh