গাইবান্ধায় কাভার্ড ভ্যানচাপায় নারী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ঝর্ণা বেগম (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর তিন জন।

আজ সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ঝর্ণা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী।

আহতরা হলেন- একই গ্রামের মৃত মাসুম খন্দকারের ছেলে আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার ছেলে দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া।

স্থানীয়রা জানান, একটি ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাওয়ার সময় সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ অটোরিকশার এক্সেল ভেঙে যায়। এতে যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এমন সময় কাভার্ড ভ্যান এসে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নামের এক নারী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়। গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh