নারীর ব্যাগ তল্লাশি, জনরোষে দুই শিক্ষার্থী

চট্টগ্রামে যৌনকর্মী তাড়ানোর নামে পথচারী এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে জনরোষের মুখে পড়েছেন দুই শিক্ষার্থী। শেষ পর্যন্ত তাদের উদ্ধার করতে এগিয়ে যেতে হয়েছে পুলিশকে। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার করা শিক্ষার্থীরা হলেন- মো. রায়হান ও মো. সাব্বির। এদের মধ্যে রায়হান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। অন্যজন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী জানা যায়নি। 

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, সিনেমা প্যালেস মোড়ে এক নারীর ব্যাগ তল্লাশির চেষ্টা করেছিলেন দুই শিক্ষার্থী। এসময় তার স্বামীর চিৎকারে স্থানীয় লোকজন জড় হলে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা সব সময় বলে আসছি কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। অপরাধজনক কিছু দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা জনগণের দায়িত্ব। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে কেউ যেন কিছু না করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শিক্ষার্থীর পরিচয় দেওয়া দেওয়া ওই দুইজন সিনেমা প্যালেস এলাকায় ভাসমান এক যৌনকর্মীকে ধাওয়া করেছিলেন। ওই নারী দৌড়ে একটি আবাসিক হোটেলে উঠে যান। তাকে না পেয়ে তারা আবার সেই রাস্তায় এসে এক নারীকে যৌনকর্মী সন্দেহে ব্যাগ তল্লাশির চেষ্টা করেন।

তখন ওই নারীর স্বামী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ঘিরে ফেলে এবং দুইজনকে ধরে পিটুনি দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের টহল দল তাদের উদ্ধার করে নিয়ে যায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh