রামুতে অপহৃত শিশু উদ্ধার, চাচাসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নস্থ অফিসের চর সিকদারপাড়া থেকে মাদ্রাসায় যাওয়ার পথে আপন চাচার হাতে অপহরণের শিকার শিশু আফিয়া জান্নাত আরোয়াকে (৭) উদ্ধার করেছে র‍্যাব।  

আরোয়া সিকদারপাড়া এলাকার বাসিন্দা আনোয়ারুল হকের মেয়ে। 

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রধান সড়কের লিংক রোড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। একই সাথে অপহরণে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার নুরুল আবছারের ছেলে হাসনাইনুল হক প্রকাশ নাঈম (২৩) ও পূর্ব দ্বীপ ফতেখাঁরকুলের আব্দুস ছোবহানের ছেলে মো. শাহীন (২৫)। 

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। 

তিনি জানান, গত ১১ নভেম্বর মাদ্রাসা গেইটের সামনে থেকে আফিয়া অপহরণের শিকার হয়। পরে ওইদিন সকাল ১১টার দিকে তার মায়ের মোবাইলে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। না দিলে আরোয়াকে হত্যা করা হবে বলে হুমকি দেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

অন্যদিকে অপহরণকারীরা আরোয়াকে প্রথমে ঈদগাঁও নিয়ে যান। সেখান থেকে চৌফলদন্ডীর একটি বাড়িতে আটকে রাখেন। আবার সেখান থেকে নিয়ে যান কুতুপালং। শেষে কুতুপালং থেকে কক্সবাজার কলাতলী হয়ে লিংকরোড যান।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করকে সক্ষম হয় র‍্যাব। 

অপহরণকারী শিশু আরোয়ার চাচা নাঈম জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিদেশ যাওয়ার জন্য পরিবারের কাছে টাকা চাইলে টাকা না দেয়ায় বন্ধু শাহীনকে নিয়ে ভাতিজিকে অপহরণ করেন।  অপহরণের পর ওই শিশুকে ব্যান্ডেজ পরিয়ে পরিবারের কাছে ছবি পাঠান। যাতে ভয়ে পরিবার টাকা দেন। গ্রেপ্তার দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh