Logo
×

Follow Us

জেলার খবর

লেকের পাড়ে পলিথিন থেকে মরদেহের ৭ খণ্ড উদ্ধার

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১৮:০৬

লেকের পাড়ে পলিথিন থেকে মরদেহের ৭ খণ্ড উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র। ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে লেকের পাড় থেকে তিনটি পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চন-কুরিল বিশ্বরোড সড়কের উত্তর পাশে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে মরদেহটির সাতটি অংশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকাল ৮টার দিকে লেকের পাড়ে কালো রঙের তিনটি পলিথিনের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের মাথাসহ শরীরের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিনের বস্তায় ভরে মঙ্গলবার রাতে লেকের পাড়ে ফেলে রেখে যান। উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়াসহ তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য সিআইডি পুলিশ ও পিবিআই টিমকে খবর দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রূপগঞ্জ থানার ওসি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫