নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাজহারুল ইসলাম। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে তিনি সিংড়ায় যোগদান করেন। এরপর সন্ধ্যায় উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।
তিনি বিসিএস ৩৬তম ব্যাচের ক্যাডার। ঝিনাইদহ জেলার বাসিন্দা তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজহারুল ইসলাম জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও পরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান শেষে চলনবিল অধ্যুষিত সিংড়ার ইউএনও হিসেবে যোগদান করেছেন।
মতবিনিময়কালে তিনি বলেন, আমি সবার সহযোগিতা নিয়ে সিংড়ার উন্নয়নে কাজ করতে চাই। মাদক-সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন সিংড়া উপহার দিতে চাই। সাংবাদিকসহ সবার পরামর্শ ও মতামত নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে সিংড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে সিংড়া থেকে একই জেলার বাগাতিপাড়া উপজেলায় বদলি করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh