বাসভাড়া কমলো পাঁচ টাকা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার ঘোষণা দিয়েছেন বাস মালিকরা। ছাত্রদের জন্য থাকবে অর্ধেক ভাড়া। ফলে নারায়ণগঞ্জে আগামীকাল রবিবার (১৭ নভেম্বর) অর্ধবেলা হরতাল প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।  

আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধা ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি প্রেস ব্রিফিংয়ে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। 

এসময় তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন, জেলা খেলাঘরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, গণসংহতি আন্দোলনের জেলা শাখার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

রফিউর রাব্বি বলেন, জেলা প্রশাসক বাস মালিকদের সাথে কথা বলে জানিয়েছেন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের লিংক রোড দিয়ে চলাচলকারি বাসগুলো ডিজেল চালিত। এ বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। আগামী সোমবার থেকে ৫০ টাকা ভাড়া কার্যকর হবে। তবে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক, নারায়ণগঞ্জ থেকে কাঁচপুর, নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁ বা অন্য রুটে সিএনজি চালিত বাস চলাচল করে। এসব বাসের জন্য জেলা প্রশাসক একটি টিম করে দিয়েছেন। এগুলোর ভাড়া সিএনজির রেট অনুযায়ী পরে নির্ধারিত হবে। এছাড়া ছাত্রদের জন্য বাস ভাড়া অর্ধেক হবে। এসি বাসের ক্ষেত্রে ফ্ল্যাট রেট ৭০ টাকা। 

তিনি বলেন, বাস ভাড়া কমানোর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে প্রাপ্তি এটি জনগণের বিজয়। দেশের কোনো জায়গায় ভাড়া বাড়লে সেটি আর কমে না। নারায়ণগঞ্জে এর আগে ২০১১ সালে আর এবার আমাদের আন্দোলনের মাধ্যমে ভাড়া কমলো। কিন্তু আমরা একটি বার্তা দিতে চাই, আগের  মাফিয়া গডফাদাররা নারায়ণগঞ্জ থেকে বিতারিত হওয়ার পরে কেউ কেউ নতুন করে নারায়ণগঞ্জের গডফাদার হতে চাচ্ছে। গত ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনে নারায়ণগঞ্জের মানুষ নিষ্পেষিত ছিল। যা থেকে পরিত্রাণের জন্য আমরা আন্দোলন চালিয়ে গেছি। কেউ যদি মনে করে গডফাদারের বিতারণের পরে তার সেই জায়গাটা দখল করবে আমরা তা হতে দেব না।

এর আগে বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিকদের সাথে নিয়ে প্রেস কনফারেন্স করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। সেখানে বাস মালিকদের পক্ষে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকার। 

উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তফা কামাল, লিটন শেখ, উৎসব পরিবহনের এমডি কাজল মৃধা, বন্ধন পরিবহনের এমডি সালাউদ্দিন আহমেদ প্রমুখ। 

এ রুটের বাস ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে অর্ধবেলা হরতালের ঘোষণা দিয়েছিল নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরাম। এসব দাবিতে গত ২৯ অক্টোবর থেকে টানা কর্মসূচির চলছিল। গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে টানা কর্মসূচির ঘোষণা করেছিল তারা। সংগঠনটি ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা, নাগরিকদের সাথে মতবিনিময়, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি পালন করে। নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এই আন্দোলনের পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে নগরীতে টান টান উত্তেজনা তৈরি হয়েছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh