গণঅভুত্থানে হামলাকারীদের বিচার এবং আহতের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।
এ সময় সড়কে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ জরুরি সেবার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। তীব্র যানজটে পুরো লক্ষ্মীপুর শহর জুড়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
এ সময় বক্তব্য রাখেন- শহিদ আফনানের মা নাসিমা আক্তার, শহিদ সাব্বিরের বাবা আমির হোসেন, শহিদ শাওনের বাবা আবুল বাসার, আহত ফাহিম, ইউসুফ আলম রিপন, আবদুল মতিন, সুজন, হারুন, ইউসুফ আল মাহমুদ ও সজিবসহ আরো অনেকে।
বক্তারা গণঅভুত্থানে হামলাকারী সকল অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh