লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গণঅভুত্থানে হামলাকারীদের বিচার এবং আহতের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

এ সময় সড়কে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ জরুরি সেবার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। তীব্র যানজটে পুরো লক্ষ্মীপুর শহর জুড়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

এ সময় বক্তব্য রাখেন- শহিদ আফনানের মা নাসিমা আক্তার, শহিদ সাব্বিরের বাবা আমির হোসেন, শহিদ শাওনের বাবা আবুল বাসার, আহত ফাহিম, ইউসুফ আলম রিপন, আবদুল মতিন, সুজন, হারুন, ইউসুফ আল মাহমুদ ও সজিবসহ আরো অনেকে।

বক্তারা গণঅভুত্থানে হামলাকারী সকল অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh