সাভার প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫০ পিএম
প্রেমের টানে বাংলাদেশের এসে এক তরুণীকে বিয়ে করেছেন কোরিয়ান এক যুবক। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের জে. মিঙ্গির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
১৯ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণী সুরাইয়ার প্রেমের টানেই বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ান এই যুবক। এই মাসের শুরুর দিকে বিয়ের পর তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনায় বিষয়টি জনসম্মুখে আসে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা এবং যুগলের জন্য জানান শুভকামনা। এ সময় সুমাইয়ার স্বজনরা উপস্থিত ছিলেন।
ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। আধো বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান যুবক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : প্রেমের টানে কোরিয়া
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh