গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চাইনিজ কুড়াল,পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ অপরাধী কাজের বিভিন্ন উপকরণ জব্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা। একই সঙ্গে জুয়েল রানা (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার (২৪ নভেম্বর) ভোরের দিকে উপজেলার উদয়সাগর এলাকা থেকে ওইসব অস্ত্র ও উপকরণ জব্দ করা হয়।
এর আগে দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল রানা দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার মাছুয়া পাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রু এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকার এক বাড়ি থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, ৮ রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
ওসি আরও বলেন, অপরাধী কাজের ওইসব উপকরণসহ জুয়েল রানাকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাইবান্ধা পলাশবাড়ী যুবক গ্রেপ্তার
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh