বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ৬৮তম পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।
আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে হাসপাতালে উপ-পরিচালক এসএম মনিরুজ্জামান শাহিন তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
গত ৭ নভেম্বর সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। ওইদিন রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধি শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আদেশের ১৮ দিনের মাথায় আজ সোমবার দুপুরে তিনি বরিশালে নতুন কর্মস্থলে যোগদান করলেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. রেজওয়ানুর আলম ও সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েমসহ অন্যান্য চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং এমফিল ও দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করেন। শেবাচিমে যোগদানের আগে তিনি ঢাকা, বগুড়া ও রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া আর্মড ফোর্সেস মেডিকেল স্টোর এবং ডিপোও কমান্ড করেন তিনি। ফিল্ড মেডিকেল ইউনিট এবং বিডিআর ও বিজিবিতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন সাবেক পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। আন্দোলনের শুরু থেকেই দক্ষিণাঞ্চলবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং অনিয়ম-দুর্নীতি বন্ধে হাসপাতালটিতে সেনাবাহিনী থেকে পরিচালক নিয়োগের দাবি তোলেন শিক্ষার্থীসহ বরিশালবাসী। এমনকি এ দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাকে চিঠি দেওয়াসহ বরিশাল জুড়ে দাবি সংবলিত পোস্টার-ব্যানার টানানো হয়। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো সশস্ত্র বাহিনী থেকে শেবাচিমে পরিচালক নিযুক্ত করা হলো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেবাচিম হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ পরিচালক বরিশাল সংবাদ জেলার সংবাদ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh