লালমনিরহাট আইনজীবী সমিতির নতুন কমিটি ঘোষণা

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের একটি কক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও আইনজীবীদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টু।

এসময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায় মন্টু বলেন, আমরা সুন্দর পরিবেশ কমিটির ফলাফল ঘোষণা করলাম। ফলাফল ঘোষণা শেষে তিনি নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা জানান।

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি ১৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা স্বপন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক। এছাড়াও অ্যাডভোকেট নজরুল ইসলাম সরকারকে সহ-সভাপতি, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুকে সহ-সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট লুৎফর রহমান রিপনকে কোষাধ্যক্ষ, অ্যাডভোকেট রবিউল ইসলামকে লাইব্রেরি সম্পাদক, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমনকে সমাজ কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করা হয়। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌসী আরা রোজী, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট এ কে এম আব্দুল খালেক সরকার, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন সরকার ময়েজ, অ্যাডভোকেট সামছুল হক মিলন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিঠু, অ্যাডভোকেট হানিফুর রহমান। 

নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা স্বপন সাংবাদিকের জানান, দীর্ঘ ১৬ বছর পরে সুষ্ঠুভাবে কমিটি গঠন হলো। আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বিরা অনেকেই প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফলাফল ঘোষণা করেছেন।

তিনি আরো বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাই ১৬ বছর পরে ফ্যাসিস্ট সরকারের লাঞ্ছনা গঞ্জনা পরে ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে এই নির্বাচনে বিচার প্রার্থী জনগণ যেন কোনভাবে কারো কাছে অত্যাচারিত না হয় সেই বিষয়টি দেখার চেষ্টা করবো। এ সময় তিনি সকল আইনজীবীদের সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন এবং সাধারণ আইনজীবীদের সাথে থাকার কথা বলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh