Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ২১:৩৭

নাটোরে গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দুর্ঘটনা কবলিত স্থান। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিবেল ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতাললেব হোসেন (৪৫) পাবনা জেলার চাটমোহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে এবং শাহ আলম (৪৩) উপজেলার একই এলাকার মৃত জয়েন প্রামানিকের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ব্যবসায়ী কাজে মোটরসাইকেল যোগে দুইজন গুরুদাসপুরে আসেন। কাজ শেষে দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক হয়ে নিজ বাড়ি চাটমোহর ফিরছিলেন। এসময় মোটরসাইকেলটি গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা মহাসড়কে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। 

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫