৫৫ কোটি টাকার বনভূমি উদ্ধার অভিযানে স্থানীয়দের হামলা আহত ১০

গাজীপুরের শ্রীপুরে দখল হওয়া ৫৫ কোটি টাকা মূল্যের সরকারি বনভূমির জায়গা উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় বন বিভাগের লোকজনের উপর হামলা চালায় এলাকাবাসী। এতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল সহ ১০ জন আহত হয়েছেন। এসময় হামলাকারীরা একটি ভেকু ও ইউএনও, এসি ল্যান্ডের গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর ) বেলা ১১টার দিকে উপজেলার কাফিলাতলি মৌজার ইজ্জতপুর বাজারের পাশে সহকারী প্রধান বন সংরক্ষক (এসিএফ) সামসুল আরেফিন ও সহকারী বন সংরক্ষক রেজাউল করিম এর নেতৃত্বে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় বিট অফিসার ও যৌথবাহিনীসহ প্রায় তিনশতাধিক প্রশাসনের লোকবল নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।

এসময় ৬ একর বনভূমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫৫ কোটি টাকা।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজিব আহমেদ বলেন, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাফিয়াতলী মৌজায় সরকারি বনভূমির জায়গায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়। আমাদের অভিযান শেষ হওয়ার পর কিছু স্থানীয় দুষ্কৃতিকারী লোকজন বনবিভাগ ও প্রশাসনের উপরে হামলা চালায়। এতে প্রশাসনের বেশ কয়েকজন আহত হয়। এসময় হামলাকারীরা তিনটি গাড়ি ভাঙচুর করে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,  যারা হামলার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন  যাবত উপজেলার কাফিলাতলি মৌজার বনবিভাগের জায়গা দখল করেছে একশ্রেণির অসাধু ব্যক্তিরা। এমন সংবাদ পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh