স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনা পরিবারকে বলে দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সুমন মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সুমন আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে। তিনি স্থানীয় সরকারি সফর আলী কলেজ ছাত্রলীগ শাখার সাবেক জিএস।

তার স্ত্রী নিহত জিদনী আক্তার (২৩) একই উপজেলার বৈলারকান্দি গ্রামের মৃত সিরাজ মিয়ার মেয়ে।

অভিযুক্ত সুমনের দাবি, তার স্ত্রী জিদনী ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। 

তবে জিদনীর পরিবারের অভিযোগ, সুমন তাকে হত্যা করে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্কের পর সুমন ও জিদনী পরিবারের সম্মতিতে বিয়ে করেন। তাদের সংসারে দেড় মাস বয়সের একটি সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রী জিদনীকে নির্যাতন করতেন সুমন। স্বামীর নির্যাতনের বিষয় মঙ্গলবার রাতে ভিডিও কল দিয়ে পরিবারকে জানান জিদনী। এতে ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ জিদনীর স্বজনদের।

নিহত জিদনীর চাচা আহসান হাবিব বলেন, বাচ্চা হওয়ার আগে ডাক্তার দেখায় নাই ঠিকমত। সবসময় যৌতুক দাবি করতো। নানাভাবে যৌতুকের দাবিতে নির্যাতন করতো। গতকাল পরিবারের সদস্যদের এ সব কথা জানিয়েছিল জিদনী। এরপর তাকে পিটিয়ে হত্যা করে সুমন।

এদিকে হাসপাতালে মরদেহের সামনে দুই পরিবারের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করলে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানোয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh