Logo
×

Follow Us

জেলার খবর

রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৬:০১

রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে পর্যটকবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

সংঘর্ষে সিএনজিচলিত অটোরিকশার যাত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাই মে মারমা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরো ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বাঙালহালিয়া ডাকবাংলো পাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাই মে মারমা নিহত হন। এছাড়া সিএনজি অটোরিকশা চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পর্যটকবাহী বাসের চালক, হেলপারসহ গাড়িটি জব্দ করেছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। বাসটি জব্দ ও চালক হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫